স্বপ্নদোষ হচ্ছে ঘুমের মধ্যে পুরুষের অতিরিক্ত বীর্য বের হয়ে যাওয়া। স্বপ্নদোষ একেবারেই স্বাভবিক
এবং শারীরবৃত্তীয় কারণে সংগঠিত একটি শারীরিক প্রক্রিয়া
মাত্র। যে কোন ছেলের ক্ষেত্রেই এটি ঘটতে পারে।
হস্তমৈথুনাদি ইহার প্রধান কারন। স্বপ্নদোষ থেকে আস্তে আস্তে ধ্বজভঙ্গ রোগে পরিনত হয়।
নিম্নের বিষয় গুলি মানলে স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন:
• হস্তমৈথুন কমিয়ে ফেলা বা বন্ধ।
• ব্যায়াম।
• পর্নগ্রাফী এড়িয়ে
যাওয়া।
• নতুন কোন শখের
দিকে আগ্রহী।
• বন্ধুত্ব পূর্ণ
সুস্থ সুন্দর সম্পর্ক সৃষ্টি।
• বিছানায় যাওয়ার
আগে উষ্ণ পানি দিয়ে গোসল করা ।
• কোন পর্নগ্রাফী
দেখবেন না শোয়ার আগে বা শোয়ার সময়।
• ঢিলাঢালা রাতের পোশাক পড়া
• দুঃশ্চিন্তা কমাবেন
এবং মেডিটেড করবেন।
• পর্যাপ্ত পরিমানে
ঘুম ও বিশ্রাম নেবেন।
• নিয়মিত পুষ্টিকর
খাদ্যখাবেন।
• ধুমপান অভ্যাস
থাকলে তা ধুমপান পরিহার করুন আস্তে আস্তে।
স্বপ্নদোষ রোগে হোমিওপ্যাথি চিকিৎসা :
স্বপ্নদোষ রোগের সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন
চিকিৎসা হলো হোমিও চিকিৎসা চিকিৎসা । অভিজ্ঞ
একজন হোমিও ডাক্তারের পরামর্শক্রমে সঠিক পরামর্শ
নিলে যত দিনের যত পুরাতন এবং যত জটিল উপসর্গযুক্ত স্বপ্নদোষ রোগই হোক না কেন - স্থায়ী
ভাবে ভালো হতে বাধ্য।
স্ট্যাফিসেগ্রিয়াঃস্কুল কলেজের
ছাত্রদের স্বপ্ন দোষ নিবারনে এই ঔষধটি ভাল কাজ করে।
সেবন বিধিঃশক্তি-৩০ দিনে দুই
বার।
ডিজেটেলিনঃঘুমের ঘোরে স্বপ্ন দোষ
হয় কিন্ত ঘুম ভাংগে না এ রুপ লক্ষনে ডিজেটেলিন ব্যবহার
হয়।
সেবন বিধিঃশক্তি-৩x ,৪-৫ ফুটা দিনে
দুই বার।
হোমিওপ্যাথি ঔষধে দোকানে ঔষধগুলি কিনতে পাবেন। অবশ্যিই ডাক্তারে পরামর্শে ঔষধ খাবেন।
· যারা যৌন রোগ থেকে চির মুক্তি নিতে চান,
· যৌন মিলনের পরিপুর্ন সুখ পেতে চান।
· স্বামী স্ত্রীর মধ্যে মনমালিণ্য দূর করতে চান।
· বীর্য গাঢ় করে ,যৌন মিলনকে আরো দীর্ঘ করতে চান।
· এবং যারা প্রাকৃতিক ঔষধে যৌন রোগ থেকে মুক্তি পেতে চান
******************************************************
যৌন রোগের চিকিৎসা ও পরামর্শে জন্যে যোগাযোগ করতে পারেনঃ
ডাঃ সামসুল হক
এল এইচ এম পি (বিএইচপিবি)
ডি এইচ এম এস (বিএইচবি)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা।
বাসা # ১৬,রোড #১২/বি,সেক্টর # ১০,উত্তরা,ঢাকা।
মোবাইলঃ ০১৫৩৪৫৮৮৯৪১।
No comments:
Post a Comment