ad click

ধ্বজভঙ্গ বা যৌন রোগে হোমিও ও আর্য়ুবেদিক বা ভেজস চিকিৎসা :

ধ্বজভঙ্গ রোগ কি?


পুরুষাঙ্গে  শক্তি বা উত্তেজনার অভাব, উত্তেজনাহীনতা বা স্বল্পতা হেতু রতি শক্তির অভাবকেই ধ্বজভঙ্গ বলা হয়ে থাকে।  ইহাতে পুরুষদের রতি ক্রিয়ার আংশিক বা সম্পূর্ণ সামর্থহীনতার ভাব প্রকাশ পায় এবং এ সমস্যায় পুরুষের পৌরষত্ব ভাব আস্তে আস্তে লোপ পায়


ধ্বজভঙ্গ রোগের কারনঃ
you can edit your video at low cost at Fiverr

click the link.
http://bit.ly/32QwYc3


  নানা কারনে ধ্বজভঙ্গ রোগ হয়ে থাকে।
§  বিবাহিত হওয়ার আগে যৌন  ক্রিয়ায় বেশি পরিমানে লিপ্ত হলে।
§  উপযুক্ত প্রোটিন, ভিটামিন প্রভৃতির অভাব, পেটের রোগ এবং অন্য কোন রোগে কারনে অথবা যতটা দৈহিক বীর্য ক্ষয় হয় ততটা খাদ্য ঠিক মত পায় না তার কারনে।
§  দীর্ঘকাল যাবৎ ধরে অতিরিক্ত হস্তমৈথুন করলে

§  অনেক সময় আদৌ রোগ নয়, শুধু মাত্র মানসিক কারণেই এই লক্ষণ দেখা দেয়।

ধ্বজভঙ্গ রোগ নির্ণয়ঃ

স্ত্রী সহবাসের সময় পেনিসের উত্থান হয় না অথবা সামান্য মাত্র উত্থান হয়ে আবার নিস্তেজ হয়ে পড়ে। দ্রুত বীর্যপাত অর্থাৎ বীর্য ধারণের সময় যতটা হওয়া উচিত তার চেয়ে অনেক কম। পেনিসে উত্তেজনা দেখা যায় না আর হলেও অনেক কম। বীর্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তরল হয়। বীর্যপাতের পর অস্বাভাবিক ভাবে দুর্বল হয়ে পড়ে। বীর্য এতটা পাতলা যে দেখতে জলের মত।

ধ্বজভঙ্গ রোগের জটিল উপসর্গ



ü যৌন আনন্দ থেকে বঞ্চিত হয়।
ü দাম্পত্য সুখ শান্তি বিঘ্নিত হয়।
ü সাংসারিক শান্তি নস্ট হয়।
ü জৈব চাহিদা মেটাতে স্ত্রী পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়।
ü স্ত্রী সর্বদাই মানসিক অশান্তিতে ভোগে এবং স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তির অভাব হয়।
ü পুরুষের পুরুষোচিত গুনাবলীর বিকাশ হয় না।
ü কোনো কোনো ক্ষেত্রে শুক্র কীট ঠিকমত না থাকার দরুন সন্তান সৃষ্টি বিঘ্নিত হয়।

নিম্নের বিষয় গুলি মানলে ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি পেতে পারেন।,

  • হস্তমৈথুন কমিয়ে  ফেলা বা বন্ধ। 
  • ব্যায়াম।
  • পর্নগ্রাফী এড়িয়ে যাওয়া।
  • নতুন কোন শখের দিকে আগ্রহী।
  • বন্ধুত্ব পূর্ণ সুস্থ সুন্দর সম্পর্ক সৃষ্টি।
  • বিছানায় যাওয়ার আগে উষ্ণ পানি দিয়ে গোসল করা 
  • কোন পর্নগ্রাফী দেখবেন না শোয়ার আগে বা শোয়ার সময়।
  • ঢিলাঢালা রাতের  পোশাক পড়া
  • দুঃশ্চিন্তা কমাবেন এবং মেডিটেড করবেন।
  • পর্যাপ্ত পরিমানে ঘুম ও বিশ্রাম নেবেন।
  • নিয়মিত পুষ্টিকর খাদ্যখাবেন।
  • ধুমপান অভ্যাস থাকলে তা ধুমপান পরিহার করুন আস্তে আস্তে। 

ধ্বজভঙ্গ রোগে হোমিও ও আর্য়ুবেদিক বা ভেজস চিকিৎসা :

ধ্বজভঙ্গ রোগের সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা হলো  হোমিও চিকিৎসা ও আর্য়ুবেদিক বা ভেজস চিকিৎসা অভিজ্ঞ একজন হোমিও   আর্য়ুবেদিক বা ভেজস ডাক্তারের পরামর্শক্রমে সঠিক পরামর্শ নিলে যত দিনের যত পুরাতন এবং যত জটিল উপসর্গযুক্ত ধ্বজভঙ্গ রোগই হোক না কেন - স্থায়ী ভাবে ভালো হতে বাধ্য।

ধ্বজভঙ্গ রোগে আর্য়ুবেদিক বা ভেজস চিকিৎসাঃ

কবিরাজ অক্ষয় মজুমদারে মতে,
প্রতিদিন রাতে ১ বার করে,১ মাস
১ চামচ অশ্বগন্দ্বা চুর্ন
চামচ শিমুল মুল চুর্ন
১ কাবাব চিনি চুর্ন
১ চামচ তাল মুলী চুর্ন
১ চামচ মধু
২৫০ গ্রাম দুধ একত্রে মিশিয়ে খেতে হবে।
উপরোক্ত ঔষধ গুলি কবিরাজি বা বানিয়াতি দোকানে পাউডার আকারে কিনতে পাওয়া যায়। 

ধ্বজভঙ্গ রোগে হোমিও চিকিৎসাঃ


১।হোমিওপ্যাথিতে ধ্বজভঙ্গ রোগে অনেক ঔষধ আছে যা রোগের লক্ষনের ভিত্তিতে সেবন করতে হয়।
তবে,
অশ্বগন্দ্বা Q (মাদার টিংচার),
স্যালিক নাইগ্রা  Q (মাদার টিংচার),
শিমুল  Q (মাদার টিংচার),
এভেনা স্যাট  Q (মাদার টিংচার),

উপরোক্ত ঔষধগুলি ১০+১০+১০+১০=৪০ ফোটা একত্রে মিশিয়ে তিনবেলা খেলে অল্প সময়ে ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

২।যারা ডায়াবেটিসের সাথে যৌন রোগে ভোগছেন,তারা প্রতিদিন খালি পেটে ৩-৪ বেলা,৫ ফোটা করে এসিড ফস-২০০”,ঔষধটি সেবন করবেন, নিয়ন্ত্রন থাকবে ডায়াবেটিস,বাড়বে সেক্স পাওয়ার।
হোমিওপ্যাথি ঔষধে দোকানে ঔষধগুলি কিনতে পাবেন। অবশ্যিই  ডাক্তারে পরামর্শে ঔষধ খাবেন।


·           যারা যৌন রোগ থেকে চির মুক্তি নিতে চান,
·       যৌন মিলনের পরিপুর্ন সুখ পেতে চান
·       স্বামী স্ত্রীর মধ্যে মনমালিণ্য দূর করতে চান
·       বীর্য গাঢ় করে ,যৌন মিলনকে আরো দীর্ঘ করতে চান
·       এবং যারা প্রাকৃতিক ঔষধে যৌন রোগ থেকে মুক্তি পেতে চান


******************************************************
যৌন রোগের চিকিৎসা ও পরামর্শে জন্যে যোগাযোগ করতে পারেনঃ

ডাঃ সামসুল হক
এল এইচ এম পি (বিএইচপিবি)
ডি এইচ এম এস (বিএইচবি)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা
বাসা  # ১৬,রোড #১২/বি,সেক্টর # ১০,উত্তরা,ঢাকা
মোবাইলঃ ০১৫৩৪৫৮৮৯৪১

Share:

No comments:

Post a Comment

Recent Posts

Featured Post

Facebook page promotion

   Facebook page promotion https://www.fiverr.com/share/o8b0EA Facebook page promotion

Contact Form

Name

Email *

Message *

Donate a little amount for encouraging to me

Video editing/ edit video

slider

Recent Posts

3/recent/post-list

Pages